অন্ধত্ব
অন্ধত্ব বলতে বোঝায় :
1.৬ মিটার দূরত্বের মধ্যে কোনো ব্যক্তির আঙ্গুল গণনা করতে না পারা, অথবা
2. যেকোনো ত্রুটিহীন চশমা দিয়েও যদি কোনো ব্যক্তির দৃষ্টি ক্ষমতা ৬/৬০ বা তারও কম হয়, অথবা
3. তুলনামূলকভাবে ভালো চোখে যদি দৃষ্টি ক্ষেত্র ২০ ডিগ্রি বা তারও কম হয়
দৃষ্টি বিকলতার প্রধান দুটো ধরণ থাকে যেমন :
1. আংশিকভাবে দেখতে পাওয়া বা দৃষ্টিশক্তির বিকলতা
2. গুরুতর দৃষ্টিশক্তির বিকলতা (অন্ধত্ব)
বিভিন্ন মাত্রায় দৃষ্টিশক্তি ও দৃষ্টিশক্তির ক্ষেত্রগুলোর খহতিগ্রস্ত হওয়ার ভিত্তিতে অন্ধত্বকে যেভাবে ভাগ করা হয় সেগুলো হল :
• ইকোনোমিক ব্লাইন্ডনেসs: ৬ মিটার দূরত্বের মধ্যে আঙ্গুল গণনা করতে না পারা
• সোশ্যাল ব্লাইন্ডনেস : দৃষ্টিশক্তি ৩/৬০ অথবা দৃষ্টিশক্তির ক্ষেত্র কমে ১০ ডিগ্রি
• ম্যানিফেস্ট ব্লাইন্ডনেস : দৃষ্টিশক্তি ১/৬০ যা কেবলমাত্র আলো অনুভব করতে পারে
• চরম অন্ধত্ব : আলোর কোনো অনুভূতি না থাকা
• আরোগ্যযোগ্য অন্ধত্ব : সঠিক পরিচালনায় চোখের ক্ষতি সরিয়ে তোলা
• প্রতিরোধযোগ্য অন্ধত্ব : প্রতিষেধক মাপকাঠিতে অন্ধত্বকে প্রতিরোধ করা
• পরিহার্য অন্ধত্ব : প্রতিরোধযোগ্য বা আরোগ্যযোগ্য অন্ধত্বের যোগফল
তথ্যসূত্র:
কারণ:
অন্ধত্বের মুখ্য কারণগুলোর মধ্যে পড়ে
• ছানি
• প্রতিসারক ত্রুটি
• গ্লকোমা
• কর্নিয়ার অস্বচ্ছতা
• বয়স সম্পর্কিত ম্যাকুলার ক্ষয়
• ট্র্যাচমা
• ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষয়
• শৈশবের অন্ধত্ব
• চোখের উপরিভাগে দুর্ঘটনা বা আঘাত
অন্যান্য ককরণগুলোর মধ্যে পড়ে :
• লেজি আই
• রেটিনিস পিগমেন্টোসা
• চোখের টিউমার
• অপটিক নিউরিটিস
তথ্যসূত্র:
রোগ নির্ণয়:
যেসব মূল্যায়নের ভিত্তিতে রোগ নির্ণয় করা হয় :
দৃষ্টিশক্তির তীক্ষ্নতা: কোনো বস্তুকে ভালোভাবে দেখতে গেলে কেন্দ্রীয় দৃষ্টির প্রয়োজন। দৃষ্টিশক্তির তীক্ষ্নতা পরিমাপে স্নেলেন তালিকা ব্যবহার করা হয়। রোগী থেকে ৬ মিটার দূরত্বে স্নেলেন তালিকা দিয়ে রোগীকে অক্ষর পড়ানো হয় ও এক্ষেত্রে মানদণ্ডের ভিত্তিতে অক্ষরগুলোকে ক্রমশ ছোট করে দেওয়া হয়। দৃষ্টিশক্তি ৬/৬০ হওয়ার অর্থ হল একজন রোগী ৬ মিটার থেকে পড়তে পারে যেখানে একজন সাধারণ দৃষ্টিসম্পন্ন মানুষ ঐ লেখাতে ৬০ মিটার থেকে পড়তে পারে।
দৃষ্টিশক্তি ক্ষেত্র : এটি হলো সংবদ্ধ বিন্দুর চারপাশে দেখতে পাওয়ার ক্ষমতা।
তথ্যসূত্র: www.nhs.uk
পরিচালনা :
যেসব কারণে ডাক্তারি বা সার্জারীমূলক চিকিৎসার প্রয়োজন :
• পুষ্টির অভাব
• প্রতিসারক ত্রুটি
• প্রদাহ এবং সংক্রমণ
• ছানি
• গ্লকোমা
• কর্নিয়ার অস্বচ্ছতা
• ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষয়
তথ্যসূত্র: